Book Creator

সাহিত্যের কথাকলি

by AVIJIT SHIT

Cover

Loading...
মা
কাজী নজরুল ইসলাম
Loading...
বোধমূলক প্রশ্ন :
৪.ক. 'একটি কথায় এত সুধা মেশা নাই' -- কোন্ কথায় ? 'সুধা মেশা নাই' মানে কী ?
উত্তর : আলোচ্য অংশে মা-এর কথার উল্লেখ করা হয়েছে।
মায়ের একটি কথাতেই যেরকম অমৃত মেশানো থাকে, অন্য কারোর কথায় সেই রকম অমৃত মেশানো থাকে না।
খ. 'আয় সবে আয় শোন' -- কাদের আসতে বলা হয়েছে ? তারা এসে কী করবে ?
উত্তর : কাজী নজরুল ইসলাম তাঁর 'মা' কবিতায় সমস্ত ভাইবোনদের ডাক দিয়ে আসতে বলেছেন।
সমস্ত ভাইবোনেরা এসে মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে মায়ের জয়গান গাইবে।
প্রয়োগমূলক প্রশ্ন :
৬. বিপরীত শব্দ লেখো :
আদর - অনাদর

সুখ - দুঃখ

মাতা - পিতা

বড়ো - ছোট

নাই - আছে
PrevNext